নরসিংদী: রায়পুরা থানার চরাঞ্চলীয় শীর্ষ দুই সন্ত্রাসী তারু মিয়া মেম্বার ও মোর্শেদ মিয়া কে গ্রেফতারের খবর পেয়ে এলাকার শান্তিপ্রিয় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিলক্ষা ইউনিয়নবাসী গ্রেফতারের খবর পেয়ে আনন্দ উল্ল¬¬াস করে মসজিদে মসজিদে শোকরানা নামাজ আদায় করে। পরে এলাকায় ঘরে ঘরে মিষ্টি বিতরণ করা হয়।
জানা যায়, উল্লে¬খিত দুই সন্ত্রাসীর নেতৃত্বে তাদের লাঠিয়াল বাহিনীর অবাধ বিচরণ ছিল নিলক্ষা ইউনিয়ন এলাকায়। দাঙ্গা-হাঙ্গামা, বাড়ি ঘরে হামলা-লুটপাট, ভাংচুর, ছিনতাই, ডাকাতি, রাহাজানি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এলাকার সাবেক মেম্বার তারু মিয়া ও তার সহযোগী মোবারক-মোরশেদ বাহিনীর হাতে গত এক পক্ষকাল সময়ে অপদস্ত হয়েছে ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার জামাল মিয়াসহ অন্তত: ১০ জন। উল্লে¬¬খিত সন্ত্রাসী বাহিনী ৩নং ওয়ার্ড মেম্বার মো: জামাল মিয়াকে সম্প্রতি দুই দফা হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। এছাড়া তারু মিয়ার ভাই মৎস্য চাষি আপন মিয়াকে আটক করে তার কাছ থেকে দুই লাখ নব্বই হাজার টাকা হাতিয়ে নেয় এবং আরো পাঁচ লাখ টাকা না দিলে তার মৎস্য চাষের পুকুর দখল করে নিবে বলে তাকে হুমকি দেয়।
১৯৯৮ সালে গ্রামের মোতালিব মিয়াকে খুন করে মোবারক-মোরশেদ-তারু মিয়া বাহিনী। সেই খুনের মামলায় সাক্ষী জামাল মেম্বার। অতিসম্প্রতি মামলাটি কোর্টে সাক্ষী প্রমানের জন্য প্রস্তুতি নেয়া হলে সন্ত্রাসী বাহিনী জামাল মেম্বারকে তাদের বিরুদ্ধে সাক্ষী দেয়া থেকে বিরত থাকলে বলে। এতে জামাল মেম্বার তাদের সাথে আপোষ না করায় তারা তার বিরুদ্ধে মরিয়া হয়ে উঠে। ইতিমধ্যে জামাল মেম্বার এবং তার আত্মীয়-স্বজনের ঘরবাড়ি ভাংচুর ও লুট পাটের চেষ্টা চালায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ তা প্রতিহত করতে সচেষ্ট হয়। তাদের বিরুদ্ধে খুন, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও গরু চুরিসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সোমবার উক্ত আসামীদ্বয় বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে যায়। হাজিরা দিয়ে আদালত প্রাঙ্গন থেকে বেড়োলে পুলিশ খুনসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করে। গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাদের মধ্যে আনন্দের জোয়ার বসে।(ডিনিউজ)
জানা যায়, উল্লে¬খিত দুই সন্ত্রাসীর নেতৃত্বে তাদের লাঠিয়াল বাহিনীর অবাধ বিচরণ ছিল নিলক্ষা ইউনিয়ন এলাকায়। দাঙ্গা-হাঙ্গামা, বাড়ি ঘরে হামলা-লুটপাট, ভাংচুর, ছিনতাই, ডাকাতি, রাহাজানি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এলাকার সাবেক মেম্বার তারু মিয়া ও তার সহযোগী মোবারক-মোরশেদ বাহিনীর হাতে গত এক পক্ষকাল সময়ে অপদস্ত হয়েছে ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার জামাল মিয়াসহ অন্তত: ১০ জন। উল্লে¬¬খিত সন্ত্রাসী বাহিনী ৩নং ওয়ার্ড মেম্বার মো: জামাল মিয়াকে সম্প্রতি দুই দফা হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। এছাড়া তারু মিয়ার ভাই মৎস্য চাষি আপন মিয়াকে আটক করে তার কাছ থেকে দুই লাখ নব্বই হাজার টাকা হাতিয়ে নেয় এবং আরো পাঁচ লাখ টাকা না দিলে তার মৎস্য চাষের পুকুর দখল করে নিবে বলে তাকে হুমকি দেয়।
১৯৯৮ সালে গ্রামের মোতালিব মিয়াকে খুন করে মোবারক-মোরশেদ-তারু মিয়া বাহিনী। সেই খুনের মামলায় সাক্ষী জামাল মেম্বার। অতিসম্প্রতি মামলাটি কোর্টে সাক্ষী প্রমানের জন্য প্রস্তুতি নেয়া হলে সন্ত্রাসী বাহিনী জামাল মেম্বারকে তাদের বিরুদ্ধে সাক্ষী দেয়া থেকে বিরত থাকলে বলে। এতে জামাল মেম্বার তাদের সাথে আপোষ না করায় তারা তার বিরুদ্ধে মরিয়া হয়ে উঠে। ইতিমধ্যে জামাল মেম্বার এবং তার আত্মীয়-স্বজনের ঘরবাড়ি ভাংচুর ও লুট পাটের চেষ্টা চালায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ তা প্রতিহত করতে সচেষ্ট হয়। তাদের বিরুদ্ধে খুন, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও গরু চুরিসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সোমবার উক্ত আসামীদ্বয় বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে যায়। হাজিরা দিয়ে আদালত প্রাঙ্গন থেকে বেড়োলে পুলিশ খুনসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করে। গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাদের মধ্যে আনন্দের জোয়ার বসে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়