গাজীপুর: ‘শস্য উৎপাদনে যেমন বাম্পার ফলন হয় আবার ফলন নষ্ট হয়ে যায় ঠিক সেরকমই দেশে নেতার বাম্পার ফলন হয়েছে। তাদের মুখের বিষ বাতাস নদী দুষণ, বায়ু দুষণের মতোই পরিবেশকে বেশিমাত্রায় বিষাক্ত করে তুলছে।’
শুক্রবার সকালে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পুর ও প্রকৌশল বিভাগ আয়োজিত সেনোভেশন-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে ছাত্র রাজনীতির নামে অশুভ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইদানিং ছাত্র রাজনীতির সঙ্গে শিক্ষক রাজনীতি কম্প্রোমাইজ করেছে। শিক্ষক রাজনীতির মধ্যে ছাত্র রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে, তেমনি ছাত্র রাজনীতির মধ্যেও শিক্ষক রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে।’
তিনি বলেন, ‘শিক্ষকরা দল সমর্থন করবে কিন্তু দলবাজি করবে না। অথচ যে যার দলবাজি করার স্বার্থে উভয় পক্ষকে তারা ব্যবহার করছে। যার ফলে ধ্বংস হচ্ছে আমাদের ভবিষ্যত।’
এ সময় দুর্নীতি প্রসঙ্গে তিনি যোগাযোগমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখতে হলে সবার আগে মন্ত্রীকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। তা-না হলে মন্ত্রীর দুর্নীতি কোনো না কোনোভাবে প্রকাশ পাবে। আর তখনই সবচেয়ে সর্বনাশটা ঘটবে।’
সেনোভেশন উদ্বোধনী অনুষ্ঠানের সাধারণ সম্পাদক ইজাজ হোসেন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভাইস চ্যান্সেলর ড. ইমতিয়াজ হোসাইন এবং পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. সদরুল ইসলাম।
এ অনুষ্ঠান উপলক্ষে ওই বিভাগের শিক্ষাথীরা তাদের প্রস্তুতকৃত প্রকল্পগুলো প্রদর্শন করেন। অনুষ্ঠানে ওই বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।(ডিনিউজ)
শুক্রবার সকালে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পুর ও প্রকৌশল বিভাগ আয়োজিত সেনোভেশন-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে ছাত্র রাজনীতির নামে অশুভ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইদানিং ছাত্র রাজনীতির সঙ্গে শিক্ষক রাজনীতি কম্প্রোমাইজ করেছে। শিক্ষক রাজনীতির মধ্যে ছাত্র রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে, তেমনি ছাত্র রাজনীতির মধ্যেও শিক্ষক রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে।’
তিনি বলেন, ‘শিক্ষকরা দল সমর্থন করবে কিন্তু দলবাজি করবে না। অথচ যে যার দলবাজি করার স্বার্থে উভয় পক্ষকে তারা ব্যবহার করছে। যার ফলে ধ্বংস হচ্ছে আমাদের ভবিষ্যত।’
এ সময় দুর্নীতি প্রসঙ্গে তিনি যোগাযোগমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখতে হলে সবার আগে মন্ত্রীকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। তা-না হলে মন্ত্রীর দুর্নীতি কোনো না কোনোভাবে প্রকাশ পাবে। আর তখনই সবচেয়ে সর্বনাশটা ঘটবে।’
সেনোভেশন উদ্বোধনী অনুষ্ঠানের সাধারণ সম্পাদক ইজাজ হোসেন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভাইস চ্যান্সেলর ড. ইমতিয়াজ হোসাইন এবং পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. সদরুল ইসলাম।
এ অনুষ্ঠান উপলক্ষে ওই বিভাগের শিক্ষাথীরা তাদের প্রস্তুতকৃত প্রকল্পগুলো প্রদর্শন করেন। অনুষ্ঠানে ওই বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়