Monday, May 27

বিপিএলের টাকা নিয়ে সাকিবের পর মুশফিক!


ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের টাকা পেতে মরিয়া হয়ে চেষ্টা করছে। ক্রিকেটারদের অবস্থা আরও খারাপ। চুক্তির সিংহভাগ টাকা তারা পাননি। কবে পাবেন বা আদৌ পাবেন কিনা এনিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

উপায়ান্তর না দেখে বিপিএলের বকেয়া নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ক্রিকেটাররা। তারকা ক্রিকেটারদের মধ্যে প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন সাকিব আল হাসান। ঢাকা গ্ল্যাডিয়েটরের কাছে এক কোটি টাকা পাওনা রয়েছে তার। 

মুশফিকুর রহিমও সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখ খুললেন,‘বিপিএল’র টাকা আদৌ পাব কি না নিশ্চয়তা নেই। আমি এখনপর্যন্ত ২৫ শতাংশ টাকা পেয়েছি। আমাদের সভাপতি বলেছেন, উনি আমাদের টাকা দেবেন। সে ব্যাপারে আমাদের আস্থা আছে। গতবছরও এভাবে খেলেছি, সে টাকাগুলো এখনও বেশির ভাগ খেলোয়াড় পায়নি। এভাবে প্রতিবছর যদি চলে তাহলে আমাদের চলবে কি করে। আমাদেরও তো পরিবার রয়েছে।’

এবারের বিপিএলে মুশফিক খেলেছেন সিলেট রয়্যালসে। তার বলিষ্ঠ নেতৃত্বে দারুণ পারফরমেন্স করেছে প্রথম আসরের তলানীতে থাকা সিলেট। অথচ অধিনায়ক এখনও টাকা পাননি। বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামালের ছোট মেয়ে নাফিসা কামাল মুশফিককে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না বলে জানান মুশফিক,‘কোন মালিক খুঁজে পাচ্ছি না। ফোন দিলে কেউ ফোন ধরে না। নাফিসা কামাল দায়িত্ব নিয়েছিলেন, তাকেও পাচ্ছি না।’

সাকিব, মুশফিকের মতো অন্য ক্রিকেটাররাও মুখ খোলার জন্য অপেক্ষায় রয়েছেন। যেকোন দিন বিসিবির সামনে বিপিএলের টাকার দাবিতে আন্দোলন শুরু হয়ে যেতে পারে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়