Monday, May 20

দক্ষিণ সুরমা থেকে চুরি হওয়া ৭টি গরু কানাইঘাটে উদ্ধার

দক্ষিণ সুরমার নোয়গাওয়ে চুরি হওয়া ৭টি গরু কানাইঘাট থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় কানাইঘাট থানা পুলিশ কুখ্যাত গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- ফেঞ্চুগঞ্জ থানার খিলপাড়ার মোঃ সোলেমানের পুত্র আক্তার মিয়া (২৮), ছাতক
থানার মালিপুর গ্রামের কাপ্তান মিয়ার পুত্র সুমন মিয়া (২২) ও জালালাবাদ থানার শেখপাড়ার মৃত বাতির আলীর পুত্র মনোয়ার হোসেন (২২)।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১ টার দিকে মোগলাবাজার থানার নোয়াগাও গ্রামের হাজী মোঃ তমরুছ আলীর পুত্র রোকন উদ্দিন খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঐদিন গভীর রাতে একদল গরু চোর বাড়ির গোয়ালঘরের তালা খুলে ১ লক্ষ ৫৮ হাজার টাকার ছোট-বড় ৭টি গরু চুরি করে নিয়ে যায়। ভোর ৫টার দিকে ফজরের নামাজ শেষে রোকন উদ্দিনের ভাই আব্দুর রহিম গোয়ালঘরের তালা খোলা দেখে গোয়ালঘরে যান। সেখানে গিয়ে দেখেন তাদের ৭টি গরুই কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পরে তারা অনেক খোঁজাখুঁজি করে খবর পান কানাইঘাট থানা পুলিশ ৭টি গরুসহ  গরু চোর চক্রের ৩ সদস্য ধরা পড়েছে। এমন সংবাদ পেয়ে গরুর মালিক রোকন উদ্দিনসহ তার পরিবারের লোকজন কানাইঘাট থানায় গিয়ে তাদের ৭টি গরু শনাক্ত করেন। এ ঘটনায় গরুর মালিক রোকন উদ্দিন বাদি হয়ে মোগলাবাজার থানায় ৭ গরু চোরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে মোগলাবাজার থানায় একটি চুরির মামলা দায়ের করেন। নং- ১০ (১৮-০৫-১৩)। মামলার অপর আসামীরা হচ্ছে- কানাইঘাটের হাবিবুর রহমান (৫৫), তার পুত্র জসিম (২৮), জয়নাল আবেদীন (২৫) ও জৈন্তাপুর দরবস্তের আব্দুল্লাহ (২৬)।(কাজিরবাজার)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়