Friday, May 24

এইচ আর আই’র মানবাধিকার ও ভলেনটিয়ারিং সেমিনার অনুষ্ঠিত


আজ উত্তরায় হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল (এইচআরআই)- এর মানবাধিকার ও ভলেনটিয়ারিং সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মানবাধিকারের সাম্প্রতিক প্রেক্ষাপট এবং ভলেনটিয়ারিং বিয়য়ে আলোচনা করা হয়। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুপ্রিম কোর্টের আইনজীবি, ড. আব্দুল ওয়াদুদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচআরআই বাংলাদেশের আবাসিক প্রতিনিধি এস. এম. কাইয়ুম।

ড. ওয়াদুদ বলেন, বাংলাদেশে এইচআরআই কার্যক্রম শুরুতে আমরা আনন্দিত এবং আমরা আশা প্রকাশ করছি সংস্থাটি বাংলাদেশে মানবাধিকার বিষয়ে সঠিক ও নিরপেক্ষভাবে কাজ করবে, সকল ভয়-ভীতি ব্যতিরেই। বিশেষ করে কাজ করবে নারী ও শিশু অধিকার, পারিবারিক সহিংসতা, এবং অধিকার বঞ্চিত মানুষকে নিয়ে। 

এস. এম. কাইয়ুম বলেন, মানুষ মানুষের জন্য, সুন্দর এই পৃথিবী সবার জন্য এবং সকলের অধিকার সমান। সে হোক বা নারী-পুরুষ, শিশু, ধনী কিংবা গরিব, যে কোনভাবে সক্ষম হতে পারে। সবার অধিকার সমান। ভলেনটিয়ারদেরকে মানবাধিকারের দিক-নির্দেশনা দেয়া হয়। আশা ব্যক্ত করেন সবাইকে সাথে নিয়ে, সকলের সম্মিলিত প্রচেষ্টা আর দক্ষতা এবং নিরপেক্ষ ভাবে কাজ করবে এইচআরআই।

এবং তিনি আলোচনা করেন সাভারে ভবন ধ্বসের ঘটনায় গার্মেন্টস শ্রমিকসহ বহু মানুষ হতাহত,ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার, সীমান্তেবিএসএফ কর্তৃক মানবাধিকার লঙ্ঘন অব্যাহত,নারীর প্রতি সহিংসতাসহ সাম্প্রতিক বিষয়াধি নিয়ে।

 সেমিনারে ঢাকা বিভাগের ভলেনটিয়ার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়