Tuesday, May 28

হরতাল প্রত্যাহারে আহবান ১৪ দলের

ঢাকা : বিএনপির বুধবারের ডাকা হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ১৪ দলের পক্ষ থেকে এই আহবান জানান।

তিনি বলেন, ‘আমি ১৪ দলের পক্ষ থেকে বিএনপিকে আনুরোধ করব তারা যাতে এই ধ্বংসাত্মক হরতাল প্রত্যাহার করে। না হলে ১৪ দল জনগণকে সঙ্গে নিয়ে এই হরতাল প্রতিহত করবে।’

এ সময় নাসিম দেশবাসীকে হরতাল বর্জন করে দোকানপাট চালু রাখা ও গাড়ি বের করার আহবান জানান।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এদেশে সফরে এসেছেন, এই সময় হরতাল অত্যন্ত দুঃখজনক। হরতালের কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারম্যানকে তার কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয়েছে।

নাসিম অভিযোগ করে বলেন, এর আগেও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন এদেশে সফরে আসেন, তখন বিরোধী দল হরতাল দিয়ে তাকে অসম্মানিত করেন। এটা কোনো সুস্থ রাজনীতি না।

তিনি আগামী ৩ জুন সংসদ অধিবেশনে এসে নিজেদের দাবি থাকলে তা তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

এ সময় গাজীপুর সিটি নির্বাচনে তৃণমুলের সঙ্গে আলোচনা না করেই প্রার্থিতা ঘোষণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ১৪ দল বুঝে শুনেই প্রার্থিতা ঘোষণা করেছে। এ সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি প্রার্থী হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘বিএনপির এই হরতালের কোনো মানে হয় না। জনগণ এই হরতাল মানবে না।’

তিনিও বিএনপিকে এই হরতাল প্রত্যাহারের আহবান জানান।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়