Monday, May 27

সরকার সুপরিকল্পিভাবে তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন : মোশাররফ

ঢাকা : জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য সরকার সুপরিকল্পিভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষের দাবিকে উপেক্ষা করে ক্ষমতায় থাকতে চায় সরকার। তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে চক্রান্তেও লিপ্ত রয়েছে তারা।

সরকারকে উদ্দেশ করে মোশাররফ বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী কায়দায় নির্যাতন, নিপীড়ন ও নিষ্পেষণ করে সাময়িক ক্ষমতায় থাকা যায় কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। জনগণের দাবি তত্ত্বাবধায়ক সরকার, আর সরকার পতনের মধ্য দিয়ে জনগণ তাদের দাবি আদায় করবে।

তিনি বলেন, সরকার নিজেদের ব্যর্থতা বুঝতে পেরে জোর করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

নিরপেক্ষ সরকারের দাবিকে দাবিয়ে রাখতে বিএনপির ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে সরকার অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন ড. মোশাররফ।
 
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করলেও জনগণের সংগ্রামকে স্তব্ধ করা যাবে না।

এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. হারুন উর রশীদ প্রমুখ।(নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়