Sunday, May 19

লেনিনের দিন কাম্য

লেনিন দেখালো মুক্তির দিশা
লেনিন এনেছে সমতা
কোথায় মুক্তি কোথায় সাম্য
এখন শুধুই ক্ষমতা।

তুমি দিয়েছিলে ন্যায্য হিস্সা
মজুরের মুখে হাসি
তোমার ছায়াতে জীবন পেয়েছে
দুনিয়ার যত চাষী।

আবার আসুক মুক্তির দিন
আসুক না ফের সাম্য
মুনাফার লোভে পুজিঁবাদ নয়
লেনিনের দিন কাম্য।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়