Saturday, May 25

কানাইঘাটে প্রেমিকাকে নিতে এসে প্রেমিক আটক

নিজস্ব প্রতবিদেক:
প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে জোরপূর্বক বাড়ী থেকে তুলে নিতে এসে আটক হলেন প্রেমিক আম্বিয়া (২২)। সে স্থানীয় বিষ্ণুপুর গ্রামের ফয়াজ আহমদের পুত্র। ঘটনাটি ঘটেছে কানাইঘাট পৌরসভাস্থ ডালাইচর গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, আত্মীয়তার সূত্র ধরে আম্বিয়া প্রায়ই ঢালাইচর গ্রামের এক বাড়িতে যাওয়া-আসা করত। সেই সুবাদে সে বাড়ির এক তরুণীর সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। বার বার চেষ্টা করেও মেয়ের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। গত শুক্রবার রাতে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা আম্বিয়া তাকে জাপটে ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে চায়। চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে আম্বিয়াকে আটক করেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকেই থানায় নিয়ে আসে। আজ শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটির মা বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্ত্ততি নিচ্ছিলেন। 

শেয়ার করুন

1 comment:

  1. dalaichor kar meye? oi meyer babar name ki?? aita to kichui likhlenna? :( :(

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়