সরিষাবাড়ী (জামালপুর): বাড়ির বাহির হলেই দেখা যায় মাঠে মাঠে ধান আর ধান। যেদিকেই তাকাই সেদিকেই যেন কৃষকের ধান কাটার উৎসব। চারিদিকে কৃষকের মিলন মেলা। এবার ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে মুখে হাসি আর আনন্দ। ধান কাটার পরে মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকবে, ধানে গোলা ভরবে তাই এখন কৃষকের আনন্দের সীমা নাই। তবে প্রাকৃতিক দুর্যোগের আশু বিপদের আশংকায় মহা চিন্তায় রয়েছেন এলাকার কৃষকরা। সরিষাবাড়ীর মাজালিয়া, শশারবল, চাপারকোনা,মহাদান,বারইপটল,পোগলদিঘা, তারাকান্দি, চর সরিষাবাড়ী,চর জামিরা, কামরাবাদ, ভাটারা,বাউসী,ফুলদহ এলাকায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি অফিস জানায়, এবার ১৮ হাজার ৪৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৯৫০ হেক্টর। এবার সর্বাধিক আবাদ হয়েছে ব্রি-২৮, ব্রি-২৯ এবং বিআর-১১ জাতের ধান।
সরকারীভাবে সময়মত সার, বীজ,কীটনাশক ও মাঠ পর্যায়ে পরিদর্শনের কারণে বোরো ধানের বাম্পার হবে বলে আশা করছেন এলাকার কৃষকরা। মাঠ পর্যায়ের একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়,শেষ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ, কালবৈশাখী ঝড়, অধিক বৃষ্টিপাত হলে ধান বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক জামাল, রহিম, আফজাল, রহুল জানান, ধানের ফলন ভালো হওয়ায় আমরা খুবই খুশী।
এলাকার অনেক কৃষক বোরো ধানের আবাদ করতে গিয়ে ধার-দেনা করেছেন। এ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখিন হলে তাদের উৎপাদিত ফসলসহ যাবতীয় ক্ষতির আশংকা করছেন কৃষকরা। এ উপজেলার বেশির ভাগ মাঠে ধান কাটা শুরু হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরজ্জামান জানান, সরকারীভাবে সার, বীজ, কীটনাশক ও মাঠ পর্যায়ে সঠিকভাবে পরিদর্শনের কারণে এবার বোরো ধানের নির্ধারিত লক্ষ্যমাত্রা ও বাম্পার ফলনের সম্ভাবনা উজ্জল।
(ডিনিউজ)
উপজেলা কৃষি অফিস জানায়, এবার ১৮ হাজার ৪৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৯৫০ হেক্টর। এবার সর্বাধিক আবাদ হয়েছে ব্রি-২৮, ব্রি-২৯ এবং বিআর-১১ জাতের ধান।
সরকারীভাবে সময়মত সার, বীজ,কীটনাশক ও মাঠ পর্যায়ে পরিদর্শনের কারণে বোরো ধানের বাম্পার হবে বলে আশা করছেন এলাকার কৃষকরা। মাঠ পর্যায়ের একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়,শেষ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ, কালবৈশাখী ঝড়, অধিক বৃষ্টিপাত হলে ধান বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক জামাল, রহিম, আফজাল, রহুল জানান, ধানের ফলন ভালো হওয়ায় আমরা খুবই খুশী।
এলাকার অনেক কৃষক বোরো ধানের আবাদ করতে গিয়ে ধার-দেনা করেছেন। এ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখিন হলে তাদের উৎপাদিত ফসলসহ যাবতীয় ক্ষতির আশংকা করছেন কৃষকরা। এ উপজেলার বেশির ভাগ মাঠে ধান কাটা শুরু হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরজ্জামান জানান, সরকারীভাবে সার, বীজ, কীটনাশক ও মাঠ পর্যায়ে সঠিকভাবে পরিদর্শনের কারণে এবার বোরো ধানের নির্ধারিত লক্ষ্যমাত্রা ও বাম্পার ফলনের সম্ভাবনা উজ্জল।
(ডিনিউজ)
খবর বিভাগঃ
কৃষি বার্তা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়