ঢাকা: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের কর্তৃপক্ষ মুসলমান রোহিঙ্গা পরিবারগুলোর ওপর সন্তান নেওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করছে। নতুন নীতি অনুযায়ী ওই রাজ্যের মুসলমান পরিবারগুলো দুটির বেশি সন্তান নিতে পারবে না।
শনিবার স্থানীয় কর্মকর্তারা জানান, দফায় দফায় বৌদ্ধদের সঙ্গে ভয়াবহ সহিংসতার পর উত্তেজনা কমানোর জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এছাড়াও বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইনের দুই এলাকা বুথিডাউং ও মাউনডাউয়ে বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছ্বে। এ দুটি শহরে ৯৫ শতাংশ মুসলিম।
সরকারির এক কমিশনের সুপারিশের পরেই এক সপ্তাহ আগে ওই পদক্ষেপ কার্যকর হয় বলে শনিবার জানিয়েছেন রাখাইন রাজ্যের মুখপাত্র উইন মিয়াং। সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমন ও সংখ্যালঘু মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধিরোধে পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনকে।
সহিংসতা এড়াতে নিরাপত্তা বাহিনীর সংখ্যা দ্বিগুণ করার পরামর্শ দিয়েছে কমিশন। উইন মিয়াং বলেন, “রাখাইনদের চেয়ে রোহিঙ্গা মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার ১০ গুণ বেশি। অতিরিক্ত জনসংখ্যাই অস্থিরতার কারণ।”
গত বছর প্রথম দিকে মায়ানমারে রাখাইন রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এসব সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয় যাদের অধিকাংশই ছিল মুসলমান।
আর রাখাইন রাজ্যের ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। এদের অধিকাংশই রোহিঙ্গা যারা প্রতিবেশি বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়।(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়