ঢাকা: পাকিস্তানের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সোমবার টেলিফোন করে নওয়াজকে অভিনন্দন জানান তিনি।
ফোনালাপের সময় জারদারি আশা প্রকাশ করেন, নাওয়াজ তার শাসনামলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে সক্ষম হবেন।
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সম্মানার্থে যে নৈশভোজের আয়োজন করা হবে তাতে নাওয়াজের উপস্থিতি আশা করেন জারদারি। মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পাকিস্তান সফর করবেন বলে জানা গেছে।
আশা করা হচ্ছে, লে কেকিয়াংয়ের সফরকালে দুই দেশের মধ্যকার মূল চুক্তিগুলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সাক্ষর করা হবে।
এছাড়াও জারদারি জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান ও এএনপি প্রেসিডেন্ট আসফানদায়ের ওয়ালি খানকে ফোন করেন।
জারদারির মুখপাত্র সিনেটর ফারহাতুল্লাহ বাবর জানান, দেশের প্রথম গণতান্ত্রিকভাবে রাজনৈতিক ক্ষমতা বদলের নির্বাচনে অংশ নেওয়া দল ও তাদের নেতাদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট।
জারদারি বরাত দিয়ে তিনি আরও জানান, নির্বিঘ্নে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের একটি উল্লেখযোগ্য নজির। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক মূল্যবোধের জয় হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মাধ্যমে পাকিস্তানে প্রথম মারের মতো একটি নির্বাচিত সরকারের কাছ থেকে আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতা নিতে যাচ্ছে। (বাংলানিউজটোয়েন্টিফোর.কম
)
ফোনালাপের সময় জারদারি আশা প্রকাশ করেন, নাওয়াজ তার শাসনামলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে সক্ষম হবেন।
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সম্মানার্থে যে নৈশভোজের আয়োজন করা হবে তাতে নাওয়াজের উপস্থিতি আশা করেন জারদারি। মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পাকিস্তান সফর করবেন বলে জানা গেছে।
আশা করা হচ্ছে, লে কেকিয়াংয়ের সফরকালে দুই দেশের মধ্যকার মূল চুক্তিগুলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সাক্ষর করা হবে।
এছাড়াও জারদারি জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান ও এএনপি প্রেসিডেন্ট আসফানদায়ের ওয়ালি খানকে ফোন করেন।
জারদারির মুখপাত্র সিনেটর ফারহাতুল্লাহ বাবর জানান, দেশের প্রথম গণতান্ত্রিকভাবে রাজনৈতিক ক্ষমতা বদলের নির্বাচনে অংশ নেওয়া দল ও তাদের নেতাদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট।
জারদারি বরাত দিয়ে তিনি আরও জানান, নির্বিঘ্নে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের একটি উল্লেখযোগ্য নজির। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক মূল্যবোধের জয় হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মাধ্যমে পাকিস্তানে প্রথম মারের মতো একটি নির্বাচিত সরকারের কাছ থেকে আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতা নিতে যাচ্ছে। (বাংলানিউজটোয়েন্টিফোর.কম
)
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়