Monday, May 20

মুচলেকা দিয়ে রাজনীতি করার দল বিএনপি না: মঈন খান

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন বিএনপি মুচলেকা দিয়ে রাজনীতি করার দল নয়।

সোমবার নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে সংবিধান বিরোধী হিসেবে আওয়ামী লীগ সরকার তাদের মুখোশ উম্মোচন করে দিয়েছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে মুচলেকা দিয়ে অনুমোদন নিয়ে সভা করতে হবে এটা কোন সভ্য দেশের সংবিধান অনুমোদন করবে না।’

সংলাপ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ‘আমরা সব সময় বলে আসছি ততত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করতে চাই। শান্তিপূর্ণ ভাবে আলোচনা করে বর্তমান করতে চাই।’

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে বানোয়াট, মিথ্যা ও কাল্পনিক বলে মন্তব্য করেন তিনি।

মামলা প্রসঙ্গে তিনি বলেন, দেশের ৪২ বছরের ইতিহাসে বিরোধী দলীয় মহাসচিবকে চার চার বার কারারুদ্ধ করার নজির এটাই প্রথম।

এতে জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি বেগম নুরে আরা সাফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ জাতীয়তাবাদী মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামাদলের সভাপতি মাওলানা আব্দুল মালেক প্রমুখ।

উল্লেখ্য, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়