Monday, May 27

হকিতে অসহযোগ আন্দোলন চলছে!


ঢাকা: হকিতে অস্থিরতা কাটছেই না। দলবদলের তারিখ ঘোষণার পরও অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেননি খেলোয়াড়রা। উল্টো খাঁজা রহমত উল্লাহ’র অ্যাডহক কমিটির বিরুদ্ধে একজোট হয়েছেন তারা। 

খেলোয়াড়রা সোমবার তিনদফা দাবি নিয়ে হকির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ’র কাছে গিয়েছিলেন। দাবি পূরণে প্রতিশ্রুতি দিতে না পারায় বর্তমান কমিটির অধীনে কোন কর্মকান্ডে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন খেলোয়াড়রা। 

দেশসেরা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি বাংলানিউজকে বলছিলেন,‘আমারা সাধারণ সম্পাদকের কাছে তিনটা দাবি নিয়ে গিয়েছিলম, প্রথমত: দলবদলের লিখিত নিশ্চয়তা, দ্বিতীয়ত: আবাহনী বিকেএসপির খেলোয়াড় দিয়ে পুরো দল বানাতে পারবে না, তৃতীয়ত: বিদেশি খেলোয়াড় কোটা আগে যা ছিল সেটাই রাখতে হবে। কিন্তু তিনি এর কোনটাই বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে পারেননি। এরপর আমরা বলেছি, আপনি সাধারণ সম্পাদক হয়ে যখন আমাদের কোন নিশ্চয়তা দিতে পারছেন না, তখন খেলোয়াড়রা কোন সিদ্ধান্ত নিলে কিছু বলতে পারবেন না।’

এদিকে খাজা রহমত উল্লাহ খেলোয়াড়দের দাবির কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন,‘ফেডারেশনের সভাপতি যেখানে উচ্চপদস্থ ক্লাব কর্মকর্তাদের সাথে বৈঠক করে দলবদলের তারিখ দিয়েছেন, সেখানে আমি লিখিত দিতে পারি না। তারা উনাদের সম্মান রাখেনি। বাকি দাবি দুটি দেখবে লিগ কমিটি। বিকেএসপির খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড়ের কোটা নির্ধারণ করার ক্ষমতা আমার নেই।’

২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর মালয়েশিয়ায় হবে নবম এশিয়া কাপ হকি। তার আগে হকির এই বিশৃঙ্খলা ব্যাপক প্রভাব ফেলতে পারে। 
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়