নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে মনসুরিয়া মাদ্রাসা সংলগ্ন পয়েন্টে গত শুক্রবার সাংবাদিক নিজাম উদ্দিনের উপর সসস্ত্র হামলার মূলহুতা জয়নাল আবেদীনকে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক, কানাইঘাট নিউজ ডট কমের নির্বাহী সম্পাদক এবং দৈনিক উত্তরপূর্ব, বাংলাদেশ সময় পত্রিকার কানাইঘাট প্রতিনিধি সাংবাদিক নিজাম উদ্দিনের দায়েরকৃত মামলায় জয়নাল জামিন নিতে আজ সিলেটে চিফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞআদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত জয়নাল আবেদীনের বিরুদ্ধে কানাইঘাট থানায় যেসব মামলা রয়েছে তার মধ্যে থানার মামলা নং ০৫(১২)২০১২ ধারা- ১৪৩/১৪১/৩২৩/১১৪ দঃ বিঃ, মামলা নং- ২৩(৪)১৩ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৫০৬ দঃ বিঃ, মামলা নং- ১৫(৫)১৩ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫৮৩০৭/৩৭৯/১১৪/৫০৬/৩৪ দঃ বিঃ এর এজাহার নামীয় আসামী। এছাড়া তার বিরুদ্ধে কানাইঘাট থানার সাধারণ ডায়রী নং- ৫৬৬, তারিখ- ১৪/০৫/২০১৩খ্রিঃ যাহার নন এফআইআর প্রসিকিউশন নং- ৪৭/২০১৩ তারিখ- ২০/০৫/২০১৩ খ্রিঃ দঃ বিঃ এর অভিযুক্ত আসামী।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
unar bari koi? kun grame?
ReplyDelete