জয়পুর: জুয়ারি হওয়ার পর ভোল পাল্টে ফেলেছেন রাজস্থান রয়্যালসের সাবেক খেলোয়াড় অমিত সিং। আইপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেফতার হওয়া জুয়ারির একজন অমিত কুমার। নভেম্বরে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয়া এই পেসারই নাম পাল্টে জুয়ার সঙ্গে জড়িত হয়েছেন। একটি ক্রীড়া সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।
ওই গণমাধ্যম জানতে পেরেছে, ২০১২ সালে বেশ কয়েকটি ম্যাচ খেলা সিংকে পাঁচদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তবে রাজস্থান রয়্যালসের বর্তমান তিন খেলোয়াড়ের সঙ্গে স্পটফিক্সিংয়ের অভিযোগে বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে পুলিশ। এফআইআর’এ ৩১ বছর বয়সী এই জুয়ারির নামঠিকানা লেখা ‘অমিত কুমার আর/ও আহমেদাবাদ, গুজরাট’।
অবশ্য নাম পরিবর্তনের কারণে পুলিশ, বিসিসিআই বা ফ্র্যাঞ্চাইজি দ্বিধায় পড়ে গেছেন। কেউই এখনপর্যন্ত এনিয়ে মুখ খোলেনি।
আহমেদবাদের উপশহরে বাস করা শিং ২০০৯-১২ মৌসুম পর্যন্ত রাজস্থানের হয়ে আইপিএল খেলেছেন। গত মৌসুমে গুজরাটের হয়ে রঞ্জি ট্রফিও খেলেছেন এই পেসার। এর আগে ২০০৯ সালে সন্দেহজনক আচরণের কারণে দুবার খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। সেদিক থেকে অমিত কুমারই যে অমিত সিং নয় তা একেবারেই উড়িয়ে দেয়া যায় না।
ওই গণমাধ্যম জানতে পেরেছে, ২০১২ সালে বেশ কয়েকটি ম্যাচ খেলা সিংকে পাঁচদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তবে রাজস্থান রয়্যালসের বর্তমান তিন খেলোয়াড়ের সঙ্গে স্পটফিক্সিংয়ের অভিযোগে বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে পুলিশ। এফআইআর’এ ৩১ বছর বয়সী এই জুয়ারির নামঠিকানা লেখা ‘অমিত কুমার আর/ও আহমেদাবাদ, গুজরাট’।
অবশ্য নাম পরিবর্তনের কারণে পুলিশ, বিসিসিআই বা ফ্র্যাঞ্চাইজি দ্বিধায় পড়ে গেছেন। কেউই এখনপর্যন্ত এনিয়ে মুখ খোলেনি।
আহমেদবাদের উপশহরে বাস করা শিং ২০০৯-১২ মৌসুম পর্যন্ত রাজস্থানের হয়ে আইপিএল খেলেছেন। গত মৌসুমে গুজরাটের হয়ে রঞ্জি ট্রফিও খেলেছেন এই পেসার। এর আগে ২০০৯ সালে সন্দেহজনক আচরণের কারণে দুবার খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। সেদিক থেকে অমিত কুমারই যে অমিত সিং নয় তা একেবারেই উড়িয়ে দেয়া যায় না।
সূত্র: ক্রিকইনফো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খবর বিভাগঃ
খেলাধুলা
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়