Sunday, May 19

সাবধান, ভাঙবে দালান

--মাহবুবা চৌধুরী
মরছে মানুষ দালান ধসে
মরছে মানুষ পুড়ে
মরণ কখন মারবে ছোবল
আতঙ্ক দেশজুড়ে।

বিদেশ থেকে আসছে বায়ার
কিনছে পোশাক দামে
বাড়ছে রিজার্ভ কলিম সলিম
ফুলবানুদের ঘামে।

ওদের কথা কেউ ভাবে না
কেউ থাকে না পাশে
কান্না যেন সাগর নদী
দেশ ছেয়েছে লাশে।

এক মুঠো ভাত করতে যোগাড়
কষ্ট ওরা সহে
ওপর তলার মন্ত্রী সাহেব
তত্ত্ব কথা কহে।

বলেন তিনি উচ্চস্বরে
নেইতো কোথাও ফাঁকি
দালান ধসে পড়তে পারে
একটু খেলে ঝাঁকি।

বিরোধী দল দালান ধরে
করলো নাড়াচাড়া
ধপাস করে ভাঙলো দালান
কম্মো হলো সারা।

দালান থেকে থাকুন দূরে
হাত ছোঁয়ানো মানা
যায় কি বলা হঠাৎ কখন
ভাঙবে দালানখানা।(ডিনিউজ)


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়