উজান থেকে পাহাড়ী ঢলে সুরমা নদী দিয়ে ভেসে আসা জ্বালানী কাঠ ধরতে গিয়ে কানাইঘাটে নিখোঁজ হয়েছেন ষাটোর্ধ এক মহিলা। তিনি কানাইঘাট পৌরসভাস্থ নন্দিরাই গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী। নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে সফাতুন নেছা (৬০) নিজ বাড়ী সংলগ্ন সুরমা নদী থেকে ভেসে আসা জ্বালানী কাঠ সংগ্রহ করছিলেন। সকাল ৮টা পর্যন্ত বাড়ীতে ফিরে না যাওয়ায় আত্মীয় স্বজনরা নদীর তীরে এসে তাঁকে খুঁজতে থাকেন। এসময় তার ব্যবহৃত একটি ছাতা ও নদী থেকে সংগৃহীত কিছু জ্বালানী কাঠ নদীর তীরে পড়ে থাকতে দেখা যায়। এতে ধারনা করা হচ্ছে কাঠ ধরতে গিয়ে হয়তো বা পা-পিছলে পড়ে গিয়ে নদীর জলে তলিয়ে গেছেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজন এবং স্বজনরা নিখোঁজের সন্ধানে খরস্রোতা নদীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়