Friday, April 26

কানাইঘাটে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

কোন ধরনের সহিংসতা ছাড়াই কানাইঘাটে বিরোধী জোটের টানা ৩৬ ঘন্টার হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতালের সমর্থনে ভোর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জামায়াত শিবিরের কর্মীরা পৌরশহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের বিচ্ছিন্নভাবে পিকেটিং ও মিছিল করে। হরতালের সমর্থনে বেলা ১২টায় কানাইঘাট বাজারে বিএনপি মিছিল বের করে। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, থানা বিএনপির একাংশের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন, নুরুল ইসলাম, হোসেন আহমদ, যুবদল নেতা আমিন মেম্বার, ইসলাম
উদ্দিন, ছত্রদল নেতা আব্দুল করিম, আব্দুল বাছিত, জাকির উদ্দিন, আজমল, তাজুল প্রমুখ। ঢাকার সাভারে রানা প্লাজা ধসে পড়ে বহু গার্মেটন্স শ্রমিক নিহত হওয়ায় সারাদেশে বিএনপির হরতাল প্রত্যাহার করলে বেলা ১টার পর থেকে কানাইঘাটে যানবাহন চলাচল ও দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিক হয়ে ওঠে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়