দু’ সপ্তাহ জীবনের সাথে যুদ্ধ করে হার মানলো নাগপুরের সেই ছোট্ট মেয়েটি।
ভারতের মধ্যপ্রদেশে নাগপুরে দু’ সপ্তাহ আগে গণধর্ষণের শিকার হয় পাঁচ বছরের এই শিশু। চকলেটের লোভ দেখিয়ে খেলার মাঠ থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় দুই ব্যক্তি। পরদিন সকালে একটি খামারের বাইরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা।
স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার উন্নতি না হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে নাগপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কোমায় চলে যাওয়া শিশুটির চিকিৎসা চলছিলো।
সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়