Friday, April 26

সাভার থেকে ঢাকায় ফিরেছেন খালেদা

ধসে পড়া ভবন পরিদর্শন, হাসপাতাল ও মরদেহ রাখার মাঠ পরিদর্শন শেষে সাভার থেকে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনি গুলশানে তার বাসায় ফেরেন। এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনাস্থলে পৌছান খালেদা জিয়া।

ঢাকা থেকে তার সঙ্গী হন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, আ স ম হান্নান শাহ, ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা প্রমুখ।

বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান জানান, সাভারে ধসে পড়া ভবন পরিদর্শন ছাড়াও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান খালেদা জিয়া। পরিদর্শন করেন লাশ রাখা অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ।

এছাড়াও রক্তদান কর্মসূচিসহ বিএনপি আয়োজিত অন্যান্য সেবা কার্যক্রমের খোঁজখবরও নেন বিএনপি প্রধান।

এর আগে বুধবার ওই ভবন ধসের পর খালেদা জিয়ার নির্দেশে ১৮ দলীয় জোটের চলমান হরতাল প্রত্যাহার করা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের চিকিৎসায় সহায়তার জন্য নয়াপল্টনে চালু করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার নির্দেশে আরো একটি দল সাভার যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভবন ধসের ঘটনায় ২৪৩ লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন উদ্ধারকর্মীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়