সব সময় পাশে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে চিঠি লিখে সহমর্মিতা প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।
সোমবার সকালে প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমানের মুক্তি ও ছাপাখানা খুলে দেয়ার দাবিতে বিএফইউজে ও ডিইউজের (একাংশ) সাংবাদিকদের মহাসমাবেশে চিঠির অনুলিপি পড়ে শোনান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
চিঠিতে বলা হয়, সরকার আগে অন্য কোনো কারণে আপনার ওপর রুষ্ট থাকলেও বর্তমানে নাস্তিক ইসলামবিদ্বেষী ব্লগারদের বিরুদ্ধে ধর্মপ্রাণ তৌহিদী জনতার মহাজাগরণের কারণেই গ্রেপ্তার করে নির্যাতন করছে। আপনার বড় অপরাধ মহানবী (সা.) ও ইসলামের অবমাননাকারী ব্লগারদের মুখোশ উন্মোচন করেছেন।
আহমদ শফী বলেন, বর্তমানে নাস্তিক ব্লগারদের ফাঁসি ও হেফাজতের ১৩ দফা দাবি আদায়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করার নানা কৌশল হিসেবে সরকার মিডিয়ার ওপর হাত দিয়েছে এবং আপনাকে গ্রেপ্তার করে আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিয়েছে।
চিঠিতে মাহমুদুর রহমানকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জ্বলন্ত ইতিহাস আখ্যায়িত করে বলা হয়, তিন দফা দাবিতে অনশনের কারণে আপনার জীবন বিপন্ন হওয়ার পথে। তবে আপনার মতো সাহসী ঈমানদার মানুষের সুস্থভাবে বেঁচে থাকা দেশ-জাতির জন্য বড় প্রয়োজন। আপনার দাবির সাথে এদেশের ১৬ কোটি মানুষ একাত্ম আছে, তৌহিদী জনতা আছে।
সরকার অবিলম্বে আপনার তিন দফা দাবি মেনে নিয়ে মুক্তি না দিলে, এদেশের তৌহিদী জনতা মুক্তি আন্দোলনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও চিঠিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এছাড়া চিঠিতে বলা হয়, শারীরিকভাবে সুস্থ থাকলে চিঠি লেখার প্রয়োজন হতো না। সশরীরে ঢাকায় গিয়ে জেলে দেখা করে আসবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর পরের দিন আমার দেশ পত্রিকার ছাপাখানাও বন্ধ করে দেয়া হয়। এরপর দৈনিক সংগ্রাম পত্রিকার প্রেস থেকে পত্রিকা বের হলে পুলিশ হানা দিয়ে ১৯ জন প্রেস কর্মচারীসহ মাহমুদুর রহমানের মাকে আসামি করে মামলা করে পুলিশ। এরপর থেকে তিনি জেলে তিন দফা দাবিতে অনশন শুরু করেন।
এদিকে প্রেসক্লাবের সামনে প্রতিদিন মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে সাংবাদিক
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়