নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার কানাইঘাটের গাছবাড়ী বাজারের গ্রাম্য সালিশে জরিমানা ধার্যকে কেন্দ্র করে নারাইনপুর গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জের ধরে গ্রামের আব্দুল মালিক, ওলিউর রহমান গংরা গত রবিবার অপর
পক্ষ ইউপি সদস্য শরীফ উদ্দিন গংদের তিনটি বাড়ীতে চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও হুমকি ধমকি দেওয়ায় ভয়ে শরীফ উদ্দিন গংদের পক্ষের লোকজন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বেলা ২টায় নারাইনপুর গ্রামে কানাইঘাট থানা পুলিশ ঘটনার তদন্ত করতে গেলে ওলিউর রহমান পক্ষের লোকজন গ্রামের মসজিদের মাইকে পুলিশ গ্রামে ঢুকে পড়েছে মাইকিং করলে আতংকের সৃষ্টি হয়। এ সময় থানার এসআই মাসুদ পারভেজসহ একদল পুলিশ গ্রামবাসীকে শান্ত করেন। ইউপি সদস্য শরীফ উদ্দিন জানিয়েছেন ওলিউর রহমান পক্ষের লোকজন রবিবারে তার বাড়ী সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া ও ইলিয়াছ আলীর বাড়ীতে হামলা করেছে। বর্তমানে প্রাণের ভয়ে অনেকে বাড়ী ছাড়া বলে জানান। তবে ওলিউর রহমান শরীফ গংদের কারো বাড়ীতে হামলা বা গ্রামের কাউকে হুমকি দেওয়ার ঘটনা অস্বীকার করেছেন। এ দিকে জরিমানা ধার্য্যকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত ও উত্তেজনা বিরাজ করায় গতকাল ৮নং ঝিঙ্গাবাড়ীর ইউপির চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, ৭নং বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন, গাছবাড়ী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও গণ্যমান্য লোকজনদের নিয়ে বৈঠকে বসে বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির চেষ্টা করছেন বলে জানা যায়।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়