মহাজোট সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পার্টি প্রত্যেকটি ক্ষেত্রে উপেক্ষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এমনকি রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আমার (জাতীয় পার্টি) সঙ্গে আওয়ামী লীগ কোনো আলোচনা করেনি।
সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে যুব সংহতির ৩০তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, 'আব্দুল হামিদ অ্যাডভোকেট সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যাক্তি। তাই আমি প্রথম রাষ্ট্রপতি হিসেবে তার নাম প্রস্তাব করেছিলাম। আশা করি তিনি জাতির চলমান সংকট উত্তরণে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।'
এরশাদ বলেন, 'শাহাবাগ গণজাগরণ মঞ্চ বন্ধের জন্য প্রধানমন্ত্রীকে তাগিদ দিয়েছিলাম। বলেছিলাম, শাহাবাগ ক্ষতির কারণ হবে।'
শাহাবাগ বিএনপি-জামায়াতকে একত্র করেছে বলে মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, যারা বলে হেফাজাত জামায়াতের সৃষ্টি এবং জামায়াতের কাছ থেকে ৫০ কোটি টাকা নিয়েছে এর থেকে বড় মিথ্যা আর হতে পারে না।
ছুটির দিনে হরতাল দিয়ে পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের কোনো দেশে সরকারি হরতাল এটাই প্রথম, তাও আবার সরকারি ছুটির দিনে।
শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে কিছু বললে মামলা হবে আর রাসুল (স.) এর বিরুদ্ধে বললে কিছু হবেনা এটা দেশের জনগন মেনে নেবে না বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়