দেশের ২১ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ। সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। ব্রিফিংয়ে বলা হয়, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনে অন্য কোন প্রার্থী না থাকায় আবদুল হামিদকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে। কমিশন এখন প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগকে জানাবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ শপথের ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, আব্দুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার সাথে সাথে তার সংসদ সদস্য পদ ও স্পিকার পদটি শূন্য হবে।
খবর বিভাগঃ
প্রতিবেদন
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়