যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অভিযোগ করেছেন, সিরিয়া রাসায়ণিক অস্ত্র ব্যবহার করেছে তার ‘সীমিত কিন্তু যথেষ্ট’ প্রমাণ রয়েছে। তিনি বলেছেন, এটি খুবই গুরুতর, এটি একটি যুদ্ধাপরাধ।
সিরিয়ার সরকারি সেনাবাহিনী যুদ্ধে রাসায়ণিক অস্ত্র ব্যবহার করেছে-যুক্তরাষ্ট্রের এমন দাবির প্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ধরনের মন্তব্য করলেন।
রাসায়ণিক অস্ত্র ব্যবহার সম্ভাব্য হামলার ‘শেষ সীমা’ হবে-সিরিয়ার প্রতি হোয়াইট হাউজের এমন হুঁশিয়ারির সঙ্গে ক্যামেরন একমত বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সিরিয়া রাসায়ণিক অস্ত্র ব্যবহার করেছে। কিন্তু কখন বা কিভাবে এ অস্ত্রের ব্যবহার করা হয়েছে তা জানায়নি হোয়াইট হাউজ।
আইনপ্রণেতাদেরকে দেওয়া চিঠিতে হোয়াইট হাউস এ কথা জানিয়েছেন। হোয়াইট হাউজের আইন বিষয়ক বিভাগের পরিচালক মিগুয়েল রদ্রিগুয়েজের সাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সংগ্রহ করেছে যে সিরিয়ার সরকার সিরিয়ায় স্বল্প মাত্রায় রাসায়ণিক অস্ত্র ব্যবহার করেছে, বিশেষ করে সারিন গ্যাস।”
সিরিয়ার সরকারি সেনাবাহিনী যুদ্ধে রাসায়ণিক অস্ত্র ব্যবহার করেছে-যুক্তরাষ্ট্রের এমন দাবির প্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ধরনের মন্তব্য করলেন।
রাসায়ণিক অস্ত্র ব্যবহার সম্ভাব্য হামলার ‘শেষ সীমা’ হবে-সিরিয়ার প্রতি হোয়াইট হাউজের এমন হুঁশিয়ারির সঙ্গে ক্যামেরন একমত বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সিরিয়া রাসায়ণিক অস্ত্র ব্যবহার করেছে। কিন্তু কখন বা কিভাবে এ অস্ত্রের ব্যবহার করা হয়েছে তা জানায়নি হোয়াইট হাউজ।
আইনপ্রণেতাদেরকে দেওয়া চিঠিতে হোয়াইট হাউস এ কথা জানিয়েছেন। হোয়াইট হাউজের আইন বিষয়ক বিভাগের পরিচালক মিগুয়েল রদ্রিগুয়েজের সাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সংগ্রহ করেছে যে সিরিয়ার সরকার সিরিয়ায় স্বল্প মাত্রায় রাসায়ণিক অস্ত্র ব্যবহার করেছে, বিশেষ করে সারিন গ্যাস।”
তবে গোয়েন্দা সংস্থাদের পর্যবেক্ষণকে চূড়ান্ত হিসেবে দাবি করেনি হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের দাবিকে প্রতিধ্বনিত করে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় রাসায়ণিক অস্ত্র ব্যবহার হয়েছ- এ ব্যাপারে স্বল্প কিন্তু বিভিন্ন সূত্র থেকে বিশ্বাস করার মতো তথ্য পেয়েছে তারা।
জানা গেছে, সিরিয়ার ভেতর থেকে ব্যবহৃত রাসায়ণিক অস্ত্রের নমুনা সংগ্রহ করেছে যুক্তরাজ্য। উইল্টশায়ারের পর্টন ডাউনের ডিফেন্স সায়েন্ট ও টেকনোলজি ল্যাবরেটরিতে সেগুলো পরীক্ষা করা হচ্ছে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “সিরিয়া থেকে আনা বস্তুতে সারিনের উপস্থিতি পাওয়া গেছে।”
ধারণা করা হয়, সিরিয়ায় বিপুল সংখ্যক রাসায়ণিক অস্ত্র রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ অস্ত্রের মজুদ নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়।
দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে বেশ কয়েকবার রাসায়ণিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠলেও যথার্থ প্রমাণ দিতে পারেনি দাবিকারীরা।
এন্থনি লিয়ড নামে এক সাংবাদিক জানান, এ মাসের শুরুতে আলেপ্পোর উত্তরাঞ্চলে রাসায়ণিক অস্ত্র ব্যবহার করা হয়।
তিনি দাবি করেন, চিকিৎসকরা তাকে ভিডিও দেখিয়েছেন, রোগীদের গায়ে গ্যাসের স্পষ্ট উপস্থিতি পাওয়া গেছে।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি দেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যদি রাসায়ণিক অস্ত্র ব্যবহার করে তাহলে তার পরিণতি ভয়াবহ হবে।
হোয়াইট হাউজের দাবিকে প্রতিধ্বনিত করে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় রাসায়ণিক অস্ত্র ব্যবহার হয়েছ- এ ব্যাপারে স্বল্প কিন্তু বিভিন্ন সূত্র থেকে বিশ্বাস করার মতো তথ্য পেয়েছে তারা।
জানা গেছে, সিরিয়ার ভেতর থেকে ব্যবহৃত রাসায়ণিক অস্ত্রের নমুনা সংগ্রহ করেছে যুক্তরাজ্য। উইল্টশায়ারের পর্টন ডাউনের ডিফেন্স সায়েন্ট ও টেকনোলজি ল্যাবরেটরিতে সেগুলো পরীক্ষা করা হচ্ছে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “সিরিয়া থেকে আনা বস্তুতে সারিনের উপস্থিতি পাওয়া গেছে।”
ধারণা করা হয়, সিরিয়ায় বিপুল সংখ্যক রাসায়ণিক অস্ত্র রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ অস্ত্রের মজুদ নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়।
দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে বেশ কয়েকবার রাসায়ণিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠলেও যথার্থ প্রমাণ দিতে পারেনি দাবিকারীরা।
এন্থনি লিয়ড নামে এক সাংবাদিক জানান, এ মাসের শুরুতে আলেপ্পোর উত্তরাঞ্চলে রাসায়ণিক অস্ত্র ব্যবহার করা হয়।
তিনি দাবি করেন, চিকিৎসকরা তাকে ভিডিও দেখিয়েছেন, রোগীদের গায়ে গ্যাসের স্পষ্ট উপস্থিতি পাওয়া গেছে।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি দেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যদি রাসায়ণিক অস্ত্র ব্যবহার করে তাহলে তার পরিণতি ভয়াবহ হবে।
সিরিয়ায় দুই বছরব্যাপী গৃহযুদ্ধে ৬০ হাজারের বেশি লোক নিহত হয়েছে, আশ্রয়চ্যুত হয়েছে হাজার হাজার মানুষ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়