নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন গত বুধবার কানাইঘাট থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে কানাইঘাটের সুরাইঘাট বাজারের পাশে বিজিবি ক্যাম্পের সম্মুখে অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী পাথর ভাঙ্গার ক্রাশার মেশিনের যন্ত্রপাতি জব্দসহ দেলোওয়ার হোসেন নামে এক যুবককে আটক করেছেন। দীর্ঘ কয়েকমাস ধরে সুরাইঘাট বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষের বাঁধা নিষেধ উপেক্ষা করে বিকট শব্দ দূষণকারী ক্রাশার মেশিনের আওয়াজে নিকটবর্তী বাজারের আগত জনসাধারন ও আশপাশ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমস্যা পোহাতে হত। রাস্তার পাশে গড়ে ওঠা এ ক্রাশার মেশিনটি বন্ধ করার জন্য বিজিবি ক্যাম্পের জওয়ানরা উপজেলা আইনশৃঙ্কলা কমিটির মিটিংয়ে নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন। নির্বাহী কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় ক্রাশার মেশিনের মালিক ছাত্রক উপজেলার মুক্তি গ্রামের প্রভাবশালী পাথর ব্যবসায়ী উস্তার আলী চালিয়ে আসছিলেন। বুধবার নির্বাহী কর্মকর্তা রাস্তার উপর ক্রাশার মেশিনের স্লেট বশিয়ে রাস্তা বন্ধ করে ট্রাক দিয়ে ভাঙ্গা পাথর সরবরাহের সময় মেশিনের মালিক ওস্তার আলীর পুত্র দেলোওয়ার হোসেন আটক করেন ও মেশিনের যন্ত্রপাতি জব্দ করে পরিবেশ দূষণ আইনে মেশিনের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা মামলা দায়েরের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। এদিকে গ্রেফতারকৃত উস্তার আলীর পুত্র দেলোওয়ার হোসেনকে থানা থেকে ছাড়িয়ে নিতে বুধবার রাতে একটি প্রভাবশালী মহল তদবীর চালায়। এসময় উস্তার আলী তার পরিচয় গোপন রেখে থানা এলাকায় অবস্থান করছিলেন। পরিবেশ দূষণ আইনে থানায় মামলা দায়েরের কোন এখতিয়ার না থাকায় দেলোওয়ারকে ৫৪দ্বারায় আদালতে চালান দেওয়া হয়েছে বলে থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন।
খবর বিভাগঃ
সর্বশেষ আপডেট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়