Thursday, April 4

কানাইঘাটে ১৮দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিরোধী দলীয় নেত্রীর গুলশান কার্যালয়ে গুলিবর্ষণ ও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার কানাইঘাটে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে ১৮দলীয় ঐক্যজোট উপজেলা শাখা। বিক্ষোভ মিছিল সফল করার জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কানাইঘাট পূর্ব বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হয়। সদর ইউপি বিএনপির সভাপতি ডাঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হকের পরিচালনায় বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সহসভাপতি মখলিছুর রহমান, পৌর বিএনপির সভাপতি ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, বিএনপি নেতা কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, মুজম্মিল আলী, আব্দুর রাজ্জাক মেম্বার, কুতুব মেম্বার, নুর উদ্দিন, আজির উদ্দিন ভেড়া, জমিয়ত নেতা মাওঃ আলিম উদ্দিন, মাওঃ খলিলুর রহমান, খেলাফত মজলিস নেতা সিব্বির আহমদ, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহ্বায়ক সাজ উদ্দিন সাজু, মামুন রশিদ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, খছরুজ্জামান পারভেজ, থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, থানা শ্রমিকদলের আহ্বায়ক জাকারিয়া, উলামাদলের সভাপতি মাওঃ কুদরত উল্লাহ, জাসাসের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম রুকন, কিবরিয়া, পৌর যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, জালাল আহমদ জনী, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আম্বিয়া, সাংগঠনিক দেলোওয়ার হোসেন, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক কয়ছর আলম, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, বদরুল প্রমুখ। সমাবেশ শেষে বাদ আসর বাজারের বিরাট মিছিল বের করে ১৮দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। অপরদিকে থানা বিএনপির একাংশের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদের নেতৃত্বে আরো একটি মিছিল অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়