Friday, April 26

সেতু ভেঙ্গে বিচ্ছিন্ন বগুড়া-সিরাজগঞ্জ বাইপাস সড়ক

ইছামতি নদীর সোনামুখী ঘাটে বিকল্প বেইলি সেতু ভেঙ্গে পড়ায় বিচ্ছিন্ন হয়েছে পড়েছে বগুড়া-সিরাজগঞ্জ বাইপাস সড়কের যোগাযোগ। শুক্রবার সকালে সেতুর পাটাতন ভেঙ্গে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে শেরপুর-ধুনট-কাজিপুর বাইপাস সড়কে দৈনিক কয়েক হাজার যানবাহন চলাচল করে।

যান চলাচলের সুবিধার্থে সড়কের কাজিপুরের ইছামতি নদীর সোনামুখী ঘাটে প্রায় ২২ বছর আগে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়।

নির্মাণের পর থেকেই অতিরিক্ত পণ্য বোঝাই যানবহন চলাচলের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সেতুটি। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ বেইলি সেতুটিকে ১২৪ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুতে রূপান্তরের জন্য অর্থ বরাদ্দ দেয়।

কার্যাদেশ পেয়ে ২০১২ সালের ১ জুলাই সেতুর নির্মাণ কাজ শুরু করে মেসার্স তাহের এন্ড সন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া নদী পারাপারের জন্য অস্থায়ীভাবে নদীর উপর ৩০ মিটার দীর্ঘ অস্থায়ী বেইলি সেতু নির্মাণ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ।

কিন্তু অতিরিক্ত যানবাহন চলাচল করায় শুক্রবার সকাল ১০টার দিকে এ সেতুটিরও পাটাতন ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই উপজেলার সড়ক যোগাযোগ।

এতে কেবলমাত্র দূরপাল্লার যাত্রীদেরকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে না, নদীর দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ায় ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে। এছাড়া একশ্রেণীর অসাধু নৌকা চালকরা (মাঝি) এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী রহমত আলী স্থানীয় সাংবাদিকদের জানান, সেতুর উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যান চলাচল করায় পাটাতন খুলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে অল্প সময়ে মধ্যেই (দুই এক দিনের মধ্যে) সেতুর উপর দিয়ে পুনরায় যানবাহন চলাচলের ব্যবস্থা করবে সওজ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়