Friday, April 26

‘যুক্তরাষ্ট্র আমার কাছ থেকে সন্তানদের কেড়ে নিল’

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টন ম্যারাথানে বোমা হামলায় অভিযুক্ত দুই ভাইকে নিজের বুক খালি করে নেওয়ার অভিযোগ তুলেছে তার মা। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজের ছেলেকে হত্যার অভিযোগও তুলেছেন জুবাদেইত সারনায়েভা।

রাশিয়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন জুবাদেইত। নিজের ছেলেদের নির্দোষ দাবি করেন তিনি।

তামেরলানের নিহত হওয়ার প্রসঙ্গ তুলে জুবাদেইত বলেন, “কেন তারা তাকে হত্যা করল? তারা তাকে জীবন্ত ধরেছিল, সে তাদের হাতে ছিল।”

তিনি বলেন, “আমি মনে করেছিলাম আমেরিকা আমাদের, আমার সন্তানদের রক্ষা করতে যাচ্ছে। যেকোনো কারণে এটি নিরাপদ হবে। ...আমেরিকা আমার সন্তানদের আমার কাছ থেকে কেড়ে নিল, শুধু আমেরিকা।”

এর আগে রাশিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জুবাদেইত অভিযোগ করেছিলেন, তার ছেলেদের ফাঁদে ফেলা হয়েছে।

১৬ এপ্রিল (যুক্তরাষ্ট্র সময় ১৫ এপ্রিল) বোস্টনে ম্যারাথন চলাকালে জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও শতাধিক লোক আহত হয়।

হামলার পর ভিডিও ফুটেজের মাধ্যমে সন্দেহভাজন দুই হামলাকারীকে সনাক্ত করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। এর সূত্র ধরে ম্যাসাচুচেটসে ১৮ এপ্রিল অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন তামেরলান সারনায়েভ। এরপর তামেরলানের ভাই জোখার সারনায়েভকে গুরুতর আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

গণবিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগ দায়ের করা হয়েছে জোখারের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়