পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবী মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে আগামী ৭ই মার্চ বিকেল ২টায় কানাইঘাট পূর্ব বাজার মাঠে ঢাকার শাহবাগ চত্ত্বরে আল্লাহ, রাসূল, কুরআন, ইসলাম ও ইসলামের প্রতীক দাড়ি-টুপি, হিজাব, ধর্মীয় লেবাস-পোষাক ও আলেম উলামাকে ঢালাওভাবে গালি-গালাজকারী নাস্তিক ইসলাম বিদ্বেষী ব্লগাদের গ্রেফতার ও যুদ্ধাপরাধীদের সুষ্টু বিচারের দাবী এবং নবী-রাসূল ও সাহাবা বিদ্বেষীদের রাজনীতি নিষিদ্বের দাবীতে এক জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হবে। উক্ত জনসভা ও গণমিছিল সফল করতে সর্বস্তরের ইসলাম প্রিয় ছাত্রজনতাকে ইমানের সহিত অংশগ্রহণ করার জন্য পূর্ব সিলেট আযাদ দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী ও মহা-সচিব মাওঃ আলিমুদ্দীন দুর্লভপুরী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।(বিজ্ঞপ্তি)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়