Wednesday, December 5

:: মাষ্টার খলিলুর রহমান স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ::

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কানাইঘাট ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের পিতা কানাইঘাট ছোটদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, সমাজসেবী মরহুম খলিলুর রহমানের মৃত্যুতে এক শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল গত মঙ্গলবার বিকাল ৪টায় ছোটদেশ প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাইর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামসুল করিমের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন হামিদা ফাউন্ডেশনের সচিব হাজী ফখরুল ইসলাম, কানাইঘাট সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার সয়ফুল আলম মাসুক, সোনাপুর ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আইয়ুব আলীসহ মরহুম খলিলুর রহমানের সহকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তার হাতে গড়া বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন ছাত্ররা বক্তব্য রাখেন। স্মরণ সভায় বক্তারা খলিলুর রহমানকে শিক্ষক সমাজের উজ্জ্বল নক্ষত্র উল্লেখ করে বলেন তিনি টানা ২৬ বছর ছোটদেশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে একজন আদর্শ শিক্ষক পরিণত হয়েছিলেন। এছাড়া তিনি মৃত্যু আগ পর্যন্ত সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। শোক সভা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়