কানাইঘাট পৌরসভাস্থ পাবলিক হাইস্কুলের ৭ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল ওমর ওরফে সৌরভ (১৪) ৮দিন ধরে নিখোঁজ রয়েছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। নিখোঁজ সৌরভের মা কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামের জাহানারা বেগম (৩৭) জানান গত ১৫ নভেম্বর সকাল ১১টায় তার ছেলে সৌরভ নানারবাড়ী জুলাই গ্রামের যাওয়ার জন্য বাড়ী থেকে রওয়ানা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন সে নানার বাড়ীতে যায় নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পর সৌরভ কে না পেয়ে গত ২০নভেম্বর মা জাহানারা বেগম কানাইঘাট থানায় সাধারণ ডায়রী করেন যার নং- ৭৩২। হারিয়ে যাওয়ার সময় সৌরভের পরনে সাদা বল শার্ট এবং ফুল টাউজার ছিল। তার গায়ের রং- ফর্সা ও মুখমন্ডল গোলাকার। কোন সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৩৮-৬৭১০০৩ উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়