ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা আজ বুধবার বিকাল ৫টায় কানাইঘাট পূর্ববাজারস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে এবং থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ আবু শহীদ, সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শরীফুল হক, বিএনপি নেতা আজিজুল হক মেম্বার, ডাঃ ইয়াকুব আলী, অধ্যাপক ইবাদুর রহমান, নূরুল হোসেন বুলবুল, আবু সিদ্দিক, আজির উদ্দিন ভেড়া, থানা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক মামুন রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, শ্রমিক দলের আহবায়ক মোঃ জাকারিয়া, যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, উলামাদলের আহবায়ক হাফিজ কুদরতুল্লাহ, পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, পৌর স্ব্চ্ছোসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, রশিদুল হাসান টিটু, জালাল আহমদ জনি, শ্রমিকদলের আহবায়ক আবিদুর রহমান, যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন, থানা ছাত্রদলের সহসভাপতি খসরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, হোটেল শ্রমিকদলের সভাপতি বিলাল আহমদ, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, রুহুল আমীন, রুহুল আম্বিয়া, দেলোয়ার হোসেন, আরকে বাবলু, দেলোয়ার, সোহেল, করিম চৌধুরী, কাদির প্রমুখ। সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনায় উদযাপিত হয়ে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নসহ আগামী দিনের চলমান সরকারবিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়