বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এবং সারাদেশে জামায়াত শিবিরের তান্ডবের প্রতিবাদে কানাইঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৫টায় কানাইঘাট বাজারে এক বর্ণাঢ্য মিছিল পরবর্তী বাজার ত্রিমোহনী পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম রানার সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল-মুমিনের পরিচালনায় সমাবেশে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক কেএইচএম আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, আ’লীগ নেতা সামসুদ্দিন মেম্বার। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা হারিছ উদ্দিন, ফরিদ উদ্দিন, ইয়াহিয়া, রইছ উদ্দিন, আলিম, কামাল উদ্দিন, হেলাল আহমদ, শাহাব উদ্দিন, দেলোয়ার, রুহিন চৌধুরী, কামিল হায়দার, জিয়া উদ্দিন, মখলিছুর রহমান, আব্দুল্লাহ, সেবুল আহমদ, হেলাল, ইউসুফ, আলম, নূরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জসিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নির্দেশে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত শিবির চক্র সারাদেশে পরিকল্পিত ভাবে আইন-শ্ঙ্খৃলা বাহিনীর উপর হামলা ও জনগণের জানমালের তিসাধন করছে। যুবলীগ নেতাকর্মীদের বিরোধী দলের যেকোন আন্দোলন সংগ্রাম মোকাবেলা করতে রাজপথে অগ্রণী ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়