Wednesday, November 7

ওবামার জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারক গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে এগিয়ে থেকে বারাক ওবামা আবার হোয়াইট হাউজে পুনর্নির্বাচিত হয়েছেন।
সিবিএস, এনবিসি, সিএনএন ও বিবিসি এরই মধ্যে ওবামা প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোটের বেশি পেয়ে গেছেন বলে ঘোষণা করেছে।
অর্থনীতি নিয়ে মার্কিনিদের দীর্ঘমেয়াদী অসন্তোষ আর নির্বাচনের ঠিক আগে রমনির কঠিন চ্যালেঞ্জ ছাপিয়ে হোয়াইট হাউজে আবার চার বছরের জন্য গেলেন ওবামা।
ফ্লোরিডার ফল হাতে আসার আগে ওবামা পেয়েছেন ৩০৩টি ইলেকটোরাল ভোট। রমনি পেয়েছেন ২০৬টি।
অনেক রাজ্যের ভোটের পুরো ফল হাতে আসার আগেই প্রেসিডেন্ট নির্ধারক �দোদুল্যমান� রাজ্যগুলোর প্রায় সবকটিতে ওবামা জেতায় বা এগিয়ে থাকায় আগেভাগেই ওবামাকে জয়ী ঘোষণা করা গেছে।
তাই ভোটের পুরো ফল আসার আগেই পরাজয় মেনে নিয়ে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রমনি। বিশ্ব নেতারাও ওবামাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
ভোট গোনা শুরু হওয়ার পর ডেমক্রেট অধুষ্যিত রাজ্যগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ আইওয়া, পেনসিলভানিয়া, মিশিগান, মিনাসোটা ও উইসকনসিনে ওবামা এগিয়ে থাকায় বোঝা যাচ্ছিল যুক্তরাষ্ট্র আগামী চার বছরের জন্য নতুন কোনো প্রেসিডেন্ট দেখছে না। ওহাইওতে অল্প ব্যবধানে জয়ী হওয়ার পরপরই ওবামার বিজয় নিশ্চিত হয়ে যায়। ফেয়ার নিউজ


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়