Monday, November 5

>>কানাইঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল>>

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ সোমবার বিকাল ৩টায় কানাইঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কানাইঘাট উত্তর বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে গিয়ে এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমীর মাওলানা আব্দুল করিম, পৌর জামায়াতের সভাপতি প্রভাষক বশির আহমদ, জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা শরীফ উদ্দিন, জেলা শিবির নেতা হাফিজ আবুল খায়ের, জামায়াত নেতা হাফিজ তাজ উদ্দিন, আব্দুল মতিন, কামাল উদ্দিন, শহিদুল ইসলাম, উপজেলা শিবিরের সেক্রেটারী রশিদ আহমদ, শিবির নেতা শাকির আহমদ, মাসুক আহমদ, তোফায়েল প্রমুখ। সভায় বক্তারা বলেন, অবিলম্বে জামায়াতের নায়েবে আমীর প্রখ্যাত মুফাস্সিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে প্রহসনের বিচার বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং জামায়াতের শীর্ষ সকল নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তির দাবী জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়