পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনট কি দ্বিতীয় মেয়াদেও ওবামা প্রশাসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন?-- এমন প্রশ্নের নেতিবাচক উত্তরই মিলেছে সংশ্লিষ্ট সব মহল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সুজান রাইস হতে যাচ্ছেন হিলারির উত্তরসূরী।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী হিলারি নিজেই আর দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখতে আগ্রহী নন। আগামী জানুয়ারিতে তার চার বছর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার পর নিজ থেকেই সরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি।ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়