Saturday, November 10

:: কানাইঘাটে বাল্য বিবাহ দেয়ার অপরাধে মা গ্রেফতার ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে এক প্রবাসী স্বামীকে ফেলে রেখে ভাসুরের হাত ধরে পালিয়ে যাওয়া সেই বহুরূপী মহিলা পারভীন বেগম কর্তৃক তার প্রথম স্বামী জয়নাল আবেদীনের ঔরষজাত কন্যা ৪র্থ শ্রেণী পড়–য়া সাড়ে ৯বছরের মেয়ে নাজিয়া আক্তারকে জোরপূর্বকভাবে ১৮ বছরের এক কিশোরের সাথে গত ১৩অক্টোবর বিয়ে দেওয়ার ঘটনার প্রায় ১মাস পর কানাইঘাট থানা পুলিশ পারভীন বেগমকে গ্রেফতার করতে সম হয়েছে। বাল্য বিবাহের ঘটনায় কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ধারায় গত ২১ অক্টোবর মামলা দায়ের করা হলে বাল্য বিবাহের মূল হুতা মা পারভীন বেগম (৩০) কে গ্রেফতার ও ভিকটিম নাজিয়া আক্তারকে উদ্ধার করার জন্য পুলিশ একাধিক অভিযান পরিচালনা করেও কাউকে গ্রেফতার করতে পারে নি। গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই কামরুজ্জামান এক অভিযান চালিয়ে পৌরসভার বায়মপুর গ্রামের জহির উদ্দিনের বাড়ী থেকে বাল্য বিবাহের মূল হুতা মা পারভীন বেগমকে গ্রেফতার করতে সম হয়। নাবালক মেয়ে নাজিয়া আক্তারকে বাল্য বিবাহ এবং পরবর্তীতে লুকিয়ে রাখার অপরাধে পারভীন বেগমকে গতকাল উক্ত মামলায় আসামী দেখিয়ে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। উল্লেখ্য যে, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ভাড়ারীফৌদ গ্রামের রশিদ আহমদের মেয়ে পারভীন বেগম (৩০) তাঁর প্রথম বিবাহের প্রবাসী স্বামী বীরদল আগফৌদ গ্রামের জয়নাল আহমদকে ফেলে রেখে প্রবাসী বাসুর আব্দুল মুমিনের হাত ধরে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর প্রথম স্বামীর ঔরশজাত কন্যা কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর পড়–য়া নাজিয়া আক্তারকে মা পারভীন বেগম ১ম স্বামীর অনুমতি অগোচরে স্কুল কর্তৃপরে বাঁধা উপো করে জাল জালিয়াতির মাধ্যমে নিকাহ রেজিষ্ট্রার কর্তৃক লন্তির মাটি গ্রামের শমসের আলম ১৮এর সাথে বাল্য বিবাহ দেয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল বাল্য বিবাহের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেনকে নির্দেশ দেন। পরে নির্বাহী কর্মকর্তার নির্দেশে কানাইঘাট থানায় বাল্য বিবাহের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। স্থানীয় সচেতন মহল বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ছাত্রী নাজিয়া আক্তারের বিবাহের সাথে জড়িত তার মা পারভীন বেগম এবং অন্যান্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়