Sunday, November 4

কানাইঘাটে ১৮ দলীয় জোটের দু’টি গ্রুপের উদ্যোগে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিতসহ বিভিন্ন দাবীতে দেশব্যাপী ১৮দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচী কানাইঘাটে ১৮দলীয় ঐক্যজোটের দুগ্রুপের উদ্যোগে পৃথকভাবে পালিত হয়েছে। গতকাল বাদ আসর কানাইঘাট বাজারে ১৮দলীয় ঐক্যজোটের ডাকে এক বিক্ষোভ মিছিল পরবর্তী কানাইঘাট পূর্ব বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে এবং ১৮দলীয় ঐক্যজোটের কানাইঘাট থানা শাখার যুগ্ম আহবায়ক হাজী জসীম উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ১৮দলীয় ঐক্যজোটের সচিব উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মাওঃ এবাদুর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, জোট বিএনপি নেতা কাউন্সিলার হাজী শরিফুল হক, অধ্যাপক এবাদুর রহমান, ডাঃ ইয়াকুব আলী, থানা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওঃ খলিলুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সিব্বির আহমদ, জমিয়ত নেতা মাওঃ আলিম উদ্দিন, খেলাফত মজলিস নেতা আব্দুস সালাম, ইসলামী ঐক্যজোট নেতা হাঃ বোরহান উদ্দিন, থানা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, থানা শ্রমিকদলে যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, পৌর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন, থানা স্বেচ্ছাসবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, পৌর শ্রমিকদলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, জালাল আহমদ জনী, উলামাদলের সভাপতি মাওঃ কুদরত উল্লাহ, পৌর যুবদলের আহবায়ক জসীম উদ্দিন, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, শ্রমিকদল নেতা বিলাল আহমদ, নুর আহমদ, ছাত্রদল নেতা খছরুজ্জামান, আমিনুল ইসলাম, রুহুল আমিন, রুহুল আম্বিয়া, দেলোওয়ার হোসেন, আলমগীর হোসেন। অপরদিকে ১৮দলীয় জোটের অন্য গ্রুপ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলীয় সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবীতে দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে  আজ কানাইঘাট দক্ষিণ বাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের আহবায়ক এম এ লতিফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও জোটের সচিব মাওলানা আব্দুল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জোটের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিব আহমদ, জোটের যুগ্ম আহবায়ক জামায়াত নেতা মাওলানা কামাল উদ্দিন, মাওলানা শরীফ উদ্দিন, জেলা শিবির নেতা আবুল খায়ের, পৌর বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, বিএনপি নেতা শফিকুর রহমান, আব্বাস উদ্দিন, আলিম উদ্দিন, যুবদল নেতা গুলজার আহমদ, নাজিম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, ছাত্রদল নেতা জাকির উদ্দিন, আজমল, জাহাঙ্গীর, বিজেপির আহবায়ক শহিদুল্লাহ, কল্যাণপার্টির সভাপতি কামাল উদ্দিন, বিএনপি নেতা হোসেইন আহমদ, ফরিদ আহমদ বটু, ইসলাম উদ্দিন, জামায়াত নেতা দেলোয়ার হোসেন, মাওলানা আলিমুদ্দিন, মাওলানা সুলেমান, মাওলানা লুৎফুর রহমান, মোহাম্মদ আলী, শিবির নেতা শিব্বির আহমদ, রশিদ আহমদ, হাফিজ শাকির, শ্রমিক নেতা আব্দুল খালিক প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেয়াসহ ১৮ দলের সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি না দিলে ফ্যাসিস্ট আ’লীগ সরকারের পতনের আন্দোলন সিলেট থেকেই শুরু হবে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়