দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। পৃথক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ট হবে বলে আশা প্রকাশ করেন তারা। এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট জিল্লুর রহমান বারাক ওবামাকে অভিনন্দন জানিয়ে বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়তে বারাক ওবামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপাকি সম্পর্ক বিদ্যমান। বারাক ওবামা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ সম্পর্ক আরও সম্প্রসারিত ও গভীরতর হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক বার্তায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বারাক ওবামার কাছে পাঠানো অভিনন্দন বার্তার উদ্ধৃতি দিয়ে জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শেখ হাসিনা ওবামার বিজয়কে গণতন্ত্রের এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার সংগ্রামের বিজয় হিসেবে উলেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দ্বিতীয় মেয়াদে ওবামার দায়িত্ব গ্রহণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাকি সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। তিনি বলেন, আমি আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যে বিরাজমান হৃদ্যতাপূর্ণ বন্ধুত্ব, সমঝোতা ও সহযোগিতা জোরদারের অপোয় আছি।
এদিকে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দ্বিতীয় বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন নির্বাচনের ফল ঘোষণার পর বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত এক শুভেচ্ছাবার্তায় এ অভিনন্দন জানান তিনি। শুভেচ্ছাবার্তায় ওবামার বিজয়কে গণতন্ত্রের পথে নির্যাতিত গণমানুষের বিজয় হিসেবে উল্লেখ করেন খালেদা জিয়া। তিনি বলেন, দ্বিতীয় মেয়াদে ওবামা জনগণের কল্যাণে আরও উল্লেখযোগ্য ভূমিকা পালনে সমর্থ হবেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়