Monday, November 5

বাংলাদেশে গুগলের কার্যক্রম শুরু

বিশ্বের বৃহত্তম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুগল কান্ট্রি কনসালটেন্ট নিয়োগ দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।
বাংলাদেশে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের কাজ দেখাশোনা করবেন গ্রামীণফোনের সাবেক প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবীর। সোমবার বাংলাদেশের ‘কান্ট্রি কনসালট্যান্ট’ পদে গুগলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।
তবে এখনই বাংলাদেশে পুরোদমে কাজ শুরু করছে না গুগল। তারা আপাতত বাংলাদেশের বাজারের সব দিক বুঝে নিতে চায়। বর্তমানে বিশ্বের ৪৯টি দেশে নিজস্ব সেবা ও পণ্য বিক্রি করছে গুগল। গুগল ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব ও জিমেইল সেবা ইন্টারনেট ব্যবহারকারীদের দিয়ে থাকে বিনা খরচে। তবে তারা কর্পোরেট সল্যুশনস বিক্রি করে থাকে। তাদের আয়ের একটি অংশ আসে বিভিন্ন কোম্পানির কাছে সার্চ টেকনোলজি বিক্রির মাধ্যমে।
গুগল কান্ট্রি কনসালটেন্ট হিসেবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কাজী মনিরুল কবীর পরিবর্তন ডটকমকে বলেন, “এটা আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ।”
কাজী মনিরুল কবীর গুগলে যোগদানের আগে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গ্রামীণফোনের সাত সদস্যের ম্যানেজমেন্ট কমিটি ও জিপিআইটি পর্ষদেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলালিংক ও রহিম আফরোজসহ বেশি কয়েকটি কোম্পানিতেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন মনিরুল কবীর। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করার পর বার্লিন স্কুল অব ক্রিয়েটিভ লিডারশিপ থেকে এমবিএ সম্পন্ন করেন।পরিবর্তন ডটকম




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়