Saturday, November 10

:: কানাইঘাট আ’লীগের বিক্ষোভ মিছিল ::

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী জামায়াত শিবিরের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আ’লীগের কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বিকেল ৪টায় কানাইঘাট উপজেলা আ’লীগের উদ্যোগে কানাইঘাট বাজারে এক বিক্ষোভ মিছিল পরবর্তী বাজার ত্রিমোহনী পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, মাসুদ আহমদ, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মামুন রশিদ, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক নছির আহমদ, খলিলুর রহমান, শাহেদ আহমদ, থানা আ’লীগ নেতা সামছুদ্দিন মেম্বার, কাউন্সিলার ফখরউদ্দিন শামীম, ওলিউর রহমান, রিংকু চক্রবর্তী, আব্দুল লতিফ, তাজ উদ্দিন, আলিম উদ্দিন, আব্দুল খালিক, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মুমিন, জাহাঙ্গীর আলম রানা, শ্রমিকলীগের আহবায়ক জসীম উদ্দিন, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, নজরুল ইসলাম সাজু, রোমান আহমদ, আজমল হোসেন প্রমুখ। সভায় বক্তারা জামায়াত শিবিরের সকল হিংসাত্বক কর্মকান্ড প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়