Tuesday, November 20

:: কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় যুবসংহতির কমিটি গঠন ::

কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় যুব সংহতির এক প্রতিনিধি সভা গত সোমবার বিকেল ৫টায় কানাইঘাট উত্তর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও যুব সংহতির প্রধান সমন্বয়কারী বাবুল আহমদের সভাপতিত্বে এবং যুব সংহতির নেতা আলমাছ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী, কানাইঘাট পৌর জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল মালিক। এছাড়া সভায় উপজেলা ও পৌর জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আলমাছ উদ্দিনকে সভাপতি, শামীম আহমদকে সাধারণ সম্পাদক, মঈন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা যুব সংহতি এবং সাহেদ আহমদকে সভাপতি, দিলদার আলমকে সাধারণ সম্পাদক ও মোঃ তোফেলকে সাংগঠনিক সম্পাদক করে পৌর জাতীয় যুব সংহতির কমিটির অনুমোদন দেন জেলা যুব সংহতির আহ্বায়ক ও সদস্য সচিব। প্রতিনিধি সভা শেষে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেইন মোঃ এরশাদ কর্তৃক সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের নেতা সেলিম উদ্দিনকে নির্বাচিত করায় তাঁকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।(বিজ্ঞপ্তি)


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়