Thursday, November 1

কানাইঘাট উপজেলা ৫১সদস্য বিশিষ্ট ওলামা দলের কমিটির অনুমোদন লাভ

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয়তাবাদী ওলামাদল কানাইঘাট উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ কুদরত উল্লাহকে আহ্বায়ক ও মাওঃ নিজাম উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাওঃ আব্দুর রহমান বিন- হাফিজ, হাঃ মাওঃ সুলাইমান, মাওঃ খায়রুল ইসলাম, মাওঃ কামাল আহমদ, মাওঃ হোসেইন আহমদ, হাঃ হেলাল আহমদ, মাওঃ বিলাল আহমদ, হাঃ জাহিদ আহমদ ও হাঃ মোঃ জিলাল আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ৫১সদস্য বিশিষ্ট উপজেলা ওলামাদলের কমিটিকে গত ৩১অক্টোবর অনুমোদন দিয়েছেন সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক এম.এ.করি ইবনে মছব্বির। কমিটির সদস্যরা হলেন, হাঃ মিজান আহমদ, মোঃ জাকারিয়া, হাঃ ইমদাদুর রহমান, হাঃ সুহেল আহমদ, হাঃ মোঃ বদর উদ্দিন আহমদ, হাঃ মোঃ আছাদ আহমদ, হাঃ হারুন রশিদ, হাঃ রহমত উল্লাহ, হাঃ জাহেদ আহমদ, হাঃ সুহেল আহমদ, হাঃ ওলিউর রহমান, হাঃ খায়রুল ইসলাম, হাঃ হোসেন আহমদ, হাঃ হারুন রশিদ, হাঃ সামছ উদ্দিন, হাঃ হোসেন আহমদ, হাঃ আব্দুস শুকুর, হাঃ আব্দুল মুমিন, হাঃ শাকির উল্লাহ, হাঃ সেলিম আহমদ, হাঃ ইমাদ আহমদ, হাঃ আছাদ উদ্দিন, হাঃ মোঃ ইয়াহিয়া, হাঃ রুবেল আহমদ, হাঃ হোসেন আহমদ, মাওঃ ইমাদ উদ্দিন, মাওঃ খায়রুল, হাঃ জামিল আহমদ, হাঃ আম্বিয়া, হাঃ মোঃ কাওছার আহমদ, হাঃ সালিক আহমদ, হাঃ একলিম উদ্দিন, হাঃ ফখরুল ইসলাম, হাঃ আহমদ আলী, হাঃ বিলাল আহমদ, মাওঃ আইয়ুব আলী, হাঃ নজরুল ইসলাম, হাঃ হাবিব আহমদ, হাঃ বাবুল আহমদ, মাওঃ ফারুক আহমদ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়