জাতীয় শ্রমিকলীগ কানাইঘাট ৬নং সদর ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা গত সোমবার বিকেল ৪টায় কানাইঘাট বাজারস্থ শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাউদ্দিন আল আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ ছাড়াও শ্রমীকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে শামীম আহমদকে আহবায়ক, বুরহান উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আবু বক্কর, ইকবাল হোসেন, আব্দুস সালাম, শরিফ উদ্দিন, মিনহাজ উদ্দিন, জুনেদ হাসান জীবান, মোঃ জাকারিয়া, আজমল হোসেন, আনোয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক ও নাজিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪৩সদস্য বিশিষ্ট ৬নং সদর ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়