Wednesday, November 21

:: কানাইঘাটে তারেক রহমানের ৪৮ তম জন্ম বার্ষিকী পালিত ::

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত মঙ্গলবার বিকেল ৫টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি ইফজালুর রহমানের সভাপতিত্বে এবং থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় আলোচনাসভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সহসভাপতি ডাঃ আব্দুশ শহিদ শিকদার, ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুল হক, শমসের আলম, থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরীফুল হক, বিএনপি নেতা ডাঃ আবু শহিদ, আব্দুর রাজ্জাক মেম্বার, কুতুব উদ্দিন মেম্বার, আজিজুল হক মেম্বার, পৌর কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, কাউন্সিলার জাহাঙ্গীর আলম জাহান, থানা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক মামুন রশিদ, থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক জিএম কামাল, থানা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ জাকারিয়া, যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, থানা উলামা দলের আহবায়ক হাফিজ কুদরত উল্লাহ, সাধারণ সম্পাদক মাওঃ নিজাম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, রাশিদুল হাসান টিটু, জালাল আহমদ জনী, পৌর যুবদলের আহবায়ক জসীম উদ্দিন, যুগ্ম আহবায়ক রোমান সিদ্দিকী, ইসলাম উদ্দিন, পৌর শ্রমিকদলের আহবায়ক আবিদুর রহমান, যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন, থানা ছাত্রদলের সহসভাপতি খছরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, ছাত্রদল নেতা রুহুল আমিন, রুহুল আম্বিয়া, দেলোওয়ার, আমিনুল ইসলাম, কয়সর আলম, করিম চৌধুরী, দেলোওয়ার প্রমুখ। সভায় নেতৃবৃন্দ তারেক রহমানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক আখ্যায়িত করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী হিসেবে তিনি বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করায় দেশী বিদেশী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকার তাঁকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। কিন্তু তারা সফল হয় নি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়