Sunday, November 4

ওবামা-রমনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস

শনিবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ প্রকাশিত জরিপে দেখা গেছে দুই প্রার্থীর পক্ষে জনসমর্থন প্রায় সমান। ওবামার এগিয়ে থাকার ব্যবধান সামান্যই। ৪৭ শতাংশ ভোটার জানিয়েছে তারা ওবামার প্রতি সমর্থন জানাবে, আর ৪৬ শতাংশ ভোটার রমনিকে ভোট দিবে বলে জানিয়েছে। এর ফলে মনে হয় বারাক ওবামা আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস।
ঐতিহ্যগতভাবে কয়েকটি রাজ্যের ভোট কখনো রিপাবলিকান আবার কখানো ডেমক্রেটদের দিকে ঝুঁকে যায়। শেষ পর্যন্ত এই রাজ্যগুলোর ভোটই আগামী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা চূড়ান্ত করবে বলে ধারণা করা হচ্ছে। এসব রাজ্যগুলোর মধ্যে ওহিও, ফ্লোরিডা, ভার্জিনিয়া ও কলোরাডোতে দুই প্রার্থীর পক্ষে প্রায় সমান জনসমর্থন দেখা গেছে।
ভার্জিনিয়ায় কিছুটা এগিয়ে আছেন ওবামা। এখানে তার পক্ষে সমর্থন জানিয়েছে ৪৮ শতাংশ ভোটার আর রমনির পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৫ শতাংশ ভোটার।
ওদিকে, কলরাডোতে আবার এগিয়ে আছেন রমনি। এখানে তার পক্ষ সমর্থন করেছে ৪৭ শতাংশ ভোটার আর ওবামার পক্ষে আছে ৪৫ শতাংশ।
তিনি বলেন, �ইলেকটোরাল ভোটের মানচিত্র ওমাবার কথাই বলছে।�
তবে দোদুল্যমান রাজ্যগুলো বিবেচনায় নিয়ে তিনি বলেন, �তবে তাদের একজনকে এখনই বিজয়ী বলে ভাবার কোনো কারণ নেই। দুইজন প্রায় একই প্রান্তে অবস্থান করছেন।�ফেয়ার নিউজ




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়