নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার রাতে কানাইঘাটের শিবনগর হাওরে বাউল গানের আসরকে কেন্দ্র করে জিহাদ আহ্বানকারীদের হাতে শিবনগর গ্রামের নিহত আব্দুল মালিকের দাফন আজ সোমবার বিকাল ৪টায় তার গ্রামের মসজিদে নামাজে জানাযা শেষে পঞ্চায়েতি গুরুস্থানে সমাহিত করা হয়েছে। নিহত আব্দুল মালিকের ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়ীতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নার আহাজারিতে এক হৃদয় বিদারকের অবতারণা হয়। বাবার কফিনের পার্শ্বে বসে বিলাপ করছে আর বার বার মূর্ছা যাচ্ছে আব্দুল মালিকের স্ত্রী ও অবুঝ সন্তানরা। নিহতের স্বজনদের আহাযারিতে জানাযায় অংশ গ্রহণকারী অনেকের চোখে জল আসে। এদিকে এ ঘটনায় নিহত আব্দুল মালিকের ভাই আব্দুন নুর বাদী হয়ে গত রবিবার একই গ্রামের হাফিজ হুসন আহমদ, আলমাছ, জয়নাল, আবুল হোসেন, জলাল, সাবেক ইউপি সদস্য হারুন আহমদ, মাহমুদ হোসেন, নুর আহমদ, শরিফ আহমদ, ফয়ছল, ফয়জুল হক ও নুরুল হকসহ অজ্ঞাতনামা ২০/২৫ আসামী করে হত্যা মামলা দায়ের করা হলেও সংঘর্ষের ঘটনার সাথে সরাসরি জড়িত অনেক হুতাকে মামলায় আসামী না করায় এলাকার সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মামলার পর থেকেই এলাকায় জিহাদে অংশগ্রহণকারী ও বাউল গানের উদ্যোগ দাতারা গা ঢাকা দিয়েছে। মামলা দায়ের করা হলেও পুলিশ অদ্যাবধি পর্যন্ত হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। সিলেট উত্তর সার্কেলের এএসপি বীণা রানী দাস গত রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে নীরিহ আব্দুল মালিক হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সাথে জড়িত মূল হুতাদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এলাকাবাসীকে।
গত শনিবার রাতে কানাইঘাটের শিবনগর হাওরে বাউল গানের আসরকে কেন্দ্র করে জিহাদ আহ্বানকারীদের হাতে শিবনগর গ্রামের নিহত আব্দুল মালিকের দাফন আজ সোমবার বিকাল ৪টায় তার গ্রামের মসজিদে নামাজে জানাযা শেষে পঞ্চায়েতি গুরুস্থানে সমাহিত করা হয়েছে। নিহত আব্দুল মালিকের ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়ীতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নার আহাজারিতে এক হৃদয় বিদারকের অবতারণা হয়। বাবার কফিনের পার্শ্বে বসে বিলাপ করছে আর বার বার মূর্ছা যাচ্ছে আব্দুল মালিকের স্ত্রী ও অবুঝ সন্তানরা। নিহতের স্বজনদের আহাযারিতে জানাযায় অংশ গ্রহণকারী অনেকের চোখে জল আসে। এদিকে এ ঘটনায় নিহত আব্দুল মালিকের ভাই আব্দুন নুর বাদী হয়ে গত রবিবার একই গ্রামের হাফিজ হুসন আহমদ, আলমাছ, জয়নাল, আবুল হোসেন, জলাল, সাবেক ইউপি সদস্য হারুন আহমদ, মাহমুদ হোসেন, নুর আহমদ, শরিফ আহমদ, ফয়ছল, ফয়জুল হক ও নুরুল হকসহ অজ্ঞাতনামা ২০/২৫ আসামী করে হত্যা মামলা দায়ের করা হলেও সংঘর্ষের ঘটনার সাথে সরাসরি জড়িত অনেক হুতাকে মামলায় আসামী না করায় এলাকার সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মামলার পর থেকেই এলাকায় জিহাদে অংশগ্রহণকারী ও বাউল গানের উদ্যোগ দাতারা গা ঢাকা দিয়েছে। মামলা দায়ের করা হলেও পুলিশ অদ্যাবধি পর্যন্ত হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। সিলেট উত্তর সার্কেলের এএসপি বীণা রানী দাস গত রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে নীরিহ আব্দুল মালিক হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সাথে জড়িত মূল হুতাদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এলাকাবাসীকে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়