গত শনিবার গভীর রাতে কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রাম সংলগ্ন মাইনকা বিলের পার্শ্বে বাউল গানের আসরকে কেন্দ্র করে জিহাদ আহবানকারীদের সাথে গানের আয়োজককারীদের সংঘর্ষে নিহত আব্দুল মালিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে কানাইঘাট থানা পুলিশ উপজেলা শিবিরের সেক্রেটারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল ভোর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ শিবনগর গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলা শিবিরের সেক্রেটারী শিবনগর গ্রামের মাওলানা শামসুল হকের পুত্র রশিদ আহমদ ২৫, একই গ্রামের মৃত ইরফান আলীর পুত্র স্থানীয় শিবনগর জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুস সুবুর ৪৬, লখাইরগ্রামের মাসুক আহমদের পুত্র মনসুরিয়া মাদ্রাসা আলীমের ছাত্র জাহাঙ্গীর আলম ২০। গ্রেফতারকৃতদের গতকাল কানাইঘাট থানা পুলিশ আব্দুল মালিক হত্যাকান্ডের আসামী দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান স্থানীয় সাংবাদিকদের জানান, পুলিশী তদন্তে বাউল গানের আসরকে কেন্দ্র করে নিহত আব্দুল মালিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর দিকে গ্রেফতারকৃতদের পরিবারের লোকজন জানিয়েছেন, তারা হত্যাকান্ড বা বাউল গানের আসরকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয়। আটক জাহাঙ্গীর আলমের পিতা মাসুক আহমদ কান্না জড়িত কন্ঠে জানান, তার ছেলে সম্পূর্ণ নির্দোষ। শিবনগর গ্রামে তার মামা বাড়ি গত সোমবার বেড়াতে গিয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে আসে। এ ব্যাপারে থানার ওসি আব্দুল হাইর সাথে কথা হলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকে গত শনিবারের সৃষ্ট ঘটনায় গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়